বিপিএলের চতুর্থ আসরের প্রথম তিন ম্যাচে বল হাতে খুব একটা সাফল্য পাননি তাসকিন আহমেদ। এর জন্য সর্বশেষ দুই ম্যাচে একাদশের বাইরে রাখা হয় তাকে। চিটাগং ভাইকিংসের হয়ে ষষ্ঠ ম্যাচে দলে ফিরে তিনি নিজের জাত খুব ভালোভাবেই চেনালেন সবাইকে। সেই সঙ্গে দলের জয়েও রেখেছেন মূল্যবান অবদান।
শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন তাসকিন। ঘরোয়া-আন্তর্জাতিক মিলে টি-টোয়েন্টিতে তাসকিনের এটি সেরা সাফল্য।
এর আগে ২০ ওভারের ক্রিকেটে তার সেরা বোলিং ছিল ৩১ রানে চার উইকেট। ২০১৩ সালে চিটাগং কিংসের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে সে ম্যাচে তার সেরা সাফল্য। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন মাত্র কিছুদিন আগে নিষেধাজ্ঞা থেকে উত্তীর্ণ হওয়া এই তরুণ পেসার।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-২০