ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিউজিল্যান্ড নারী দলের ব্যাটসম্যান অ্যামি শ্যাটারওয়েইট। সেই সঙ্গে প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক এখন তিনি। আর তার ব্যাটের উপর ভর করেই পাকিস্তান নারী দলকে ৫-০তে হোয়াইটওয়াশ করলো কিউইরা।
শেষ ওয়ানডেতে ৯৯ বলে ১২৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শ্যাটারওয়েইট। এই সিরিজেই আগের দুই ম্যাচে দুই সেঞ্চুরি করেছিলেন তিনি।
এমন কীর্তি গড়ে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেওয়া এ ক্রিকেটার এক কথায় নাম লেখালেন পুরুষ ক্রিকেটার জহির আব্বাস, সাঈদ আনোয়ার, হার্সেল গিবস কুমার সাঙ্গাকারা ও বাবর আজমদের পাশে। তবে নারী ক্রিকেটে এই প্রথম হলেও মোট সাতজন পুরুষ ক্রিকেটার এর আগে টানা তিন সেঞ্চুরির রেকর্ডে নাম লিখিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৭