বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলতি আসরে অবশেষে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাব্বির রহমানের রাজশাহী কিংসকে ৩২ রানে হারিয়ে ছয় ম্যাচে নিজেদের প্রথম জয় তুলে নিল মাশরাফি বিন মর্তুজার দল।
১৫৩ রানেরর টার্গেটে ব্যাটিংয়ে নামা রাজশাহী কিংস ১৯তম ওভারে ১২০ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন মুমনুল হক। মুমিনুল ৪৩ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৫৩ রান করেন। কুমিল্লার হয়ে চারটি উইকেট পান সোহেল তানভির।
এর আগে বিপিএলের ১৯তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিডি প্রতিদিন/ ১৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৬