ন্যু ক্যাম্পে মাঠে নামার আগেই বার্সেলোনা সমর্থকদের জন্য দুঃসংবাদ, লিওনেল মেসি অসুস্থ। বমি করলেন বার কয়েক। ফলে মালাগার বিরুদ্ধে মাঠে নামা হয়নি দলের সেরা তারকার। এদিকে, নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই নেই উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বাধ্য হয়েই এই দুই তারকাকে ছাড়াই মাঠে নামেন লা লিগার চলমান আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যদিও এমএসএনত্রয়ীর মধ্যে মাঠে ছিলেন নেইমার; কিন্তু মালাগার বিপক্ষে ক্লাবকে জয় এনে দিতে পারেননি তিনি। ম্যাচটি হয়ে রইলো গোলশূন্য ড্র।
শনিবার দিবাগত রাতে ম্যাচের দশম মিনিটে ব্রাজিল তারকা নেইমারের জোরালো শট ফিরিয়ে দেন মালাগার গোলরক্ষক কামেনি। ২৭তম মিনিটে ডেনিস সুয়ারেজ আর সার্জি রবার্তোর প্রচেষ্টাও বিফলে যায়। ৩১ মিনিটের মাথায় লুকাস ডিগনের কাছে বল বাড়ান রাফিনহা। ডিগনের শটও ফিরিয়ে দেন আতিথ্য নেওয়া গোলরক্ষক। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ৫২তম মিনিটের মাথায় আবারও আক্রমণে যান নেইমার। ফাঁকায় বল পেয়ে তার নেওয়া শটের আগেই রেফারি অফসাইটের বাঁশি বাজান। ৫৬তম মিনিটে অতিথি মালাগার তারকা জুয়ানকারের জোরালো শট বার্সার সাইডবারে লাগলে এ যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা।
৬৮ মিনিটে দশজনের দলে পরিণত হয় মালাগা। লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় হাভিয়ের রিয়োসকে। বল নিয়ে আক্রমণে যাওয়া নেইমারকে বাজেভাবে ট্যাকল করলে তাকে লাল কার্ড দেখতে হয়।
৮০ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় হিসেবে নামা বার্সার তারকা ইভান রেকিটিকের শট মালাগার গোলবারের উপর দিয়ে বেরিয়ে যায়। ৮৪ মিনিটে আরেক বদলি খেলোয়াড় আন্দ্রে গোমেজের হেড মালাগার জালে জড়ালেও অফসাইটের কারণে গোলটি বাতিল হয়। যোগ করা অতিরিক্ত সময়ে গোমেজের তুলে দেওয়া বলে দুর্দান্ত হেড করেন নেইমার। এবারও তাকে হতাশ করেন মালাগার গোলরক্ষক কামেনি। এক মিনিট পরেই জুয়ানকার লাল কার্ড দেখে মাঠের বাইরে যান। তবে, ম্যাচের বাকি সময়েও নয়জনের মালাগার জালে বার্সার কেউ বল জড়াতে পারেনি।
১২ ম্যাচ খেলে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ বেড়ে দাঁড়ালো ২৭ পয়েন্ট। আপাতত পয়েন্ট টেবিলের দুইয়ে থাকতে হচ্ছে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সাকে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/মাহবুব