টানা চার ম্যাচে জয়হীন থাকার পর শঙ্কায় পড়েছিল রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার সরাসরি অংশগ্রহণ। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে মেসির ম্যাজিকে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। একই সঙ্গে ছয়ে থেকে উঠে এসেছে পাঁচে ২ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলকে টেনে তোলার পাশাপাশি আরও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে রক্ষা করেছেন এই বার্সা তারকা।
নিজের পকেট থেকে অর্থ খরচ করে ফেডারেশনের নিরাপত্তারক্ষীদের বকেয়া পরিশোধ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। প্রায় ছ’মাসের মতো বেতন পাননি আর্জেন্টাইন দলের নিরাপত্তারক্ষীরা। বহুবার আবেদন জানালেও গ্রাহ্য করেনি ফেডারেশন। শেষ পর্যন্ত দলের অধিনায়কের দ্বারস্থ হন তারা। হতাশ করেননি মেসি। বাবা হোর্জেকে ফোন করে বলেন নিরাপত্তারক্ষীদের বকেয়া মিটিয়ে দিতে বলে তিনি।
মেসির ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, ‘‘ব্রাজিল ম্যাচের আগে তখন নিজের হোটেল ঘরে বসে ছিল মেসি। দরজা ধাক্কানোর শব্দ পেয়ে খুলে দেখে দু’তিন জন নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে আছে। মেসিকে সরাসরি তারা বলে, ছ’মাস ধরে কোনও বেতন পায়নি। দলের অধিনায়ক হিসেবে তোমাকেই সাহায্য করতে হবে।’’
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/মাহবুব