নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দাপট দেখিয়ে গেছেন পেসাররা। বিশেষ করে কিউই পেসাররা। তবে বাংলাদেশের তিন পেসারও খুব একটা খারাপ করেননি। তবে বেশিরভাগ ক্ষেত্রে পিছিয়ে ছিলেন মূলত অনভিজ্ঞতার কারণে। তিন পেসারের দুজনই ছিলেন অভিষিক্ত। বাকি একজনের অভিজ্ঞতা ছিল দুই টেস্টেই। সেই ‘অভিজ্ঞ’ কামরুলই ছিলেন দলের সেরা বোলার। তাই টেস্ট জুড়েই বারবার প্রশ্ন উঠেছে, সবচেয়ে অভিজ্ঞ রুবেল কেন একাদশের বাইরে?
সাংবাদিকরা এই প্রশ্ন করলে হুট করেই রেগে যান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহ। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ বললেন, 'আপনাকে কোনো যুক্তি দেওয়ার প্রয়োজন নেই আমার। দলের জন্য যা ভালো মনে হয় আমি সেটাই করে থাকি।'
ফলে দ্বিতীয় টেস্টেও রুবেলের একাদশে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম