মাইক টাইসন বক্সিং দুনিয়ার সুলতান। একই সঙ্গে অবিসংবাদী ও ‘কুখ্যাত’। ২০টি হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাবও রয়েছে তার ঝুলিতে। এক সময় প্রতিদ্বন্দ্বীরা তাকে রিংয়ে দেখলে থরথর করে কাঁপত।
মেরে মুখ ফাটিয়ে দেওয়া থেকে কামড়ে কান ছিঁড়ে নেওয়া। স্পোর্টসের অন্যতম বিতর্কিত চরিত্র ‘আয়রন’। দশ বছর আগেই বক্সিং গ্লাভস জোড়া তুলে রেখেছেন তিনি। সেই টাইসনই ফিরছেন রিংয়ে। তবে মেন্টর হয়ে।
দুই গায়ক ক্রিস ব্রাউন ও সুজা বয় আগামী মার্চে একটি বক্সিং ম্যাচে মুখোমুখি হবেন। সেই উপলক্ষেই সুজার সঙ্গে জুটি বেঁধে টাইসন একটি ভিডিও প্রকাশ করলেন।
ব়্যাপারের ভূমিকায় আত্মপ্রকাশ করলেন টাইসন। ‘ইফ ইউ শো আপ’ ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছেন তিনিই। প্রকাশের তিন দিনের মধ্যেই ১২ লাখের বেশি দর্শক দেখেছেন ভিডিওটি। টাইসনের জয়ধ্বনি করেই একাধিক লাস্যময়ী এই ভিডিওতে গলাও মিলিয়েছেন।
সূত্র : কলকাতা২৪x৭
বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম