দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে দেশের মাটিতে শুক্রবার পঞ্চম ও শেষ ওয়ানডেতেও করুণ পরিণতি হলো রুমানাদের। ৮ উইকেটে ম্যাচ জিতে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপ বাছাই পর্বের আগে এই সিরিজের মাধ্যমে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ ছিল রুমানা আহমেদের দলের। কিন্তু হলো না। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৩৬ ওভার ৩ বলে ৬৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩ রান শারমিন সুলতানার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান আসে নিগার সুলতার ব্যাট থেকে। দলের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। অতিরিক্ত থেকেও আসে ১০ রান।
১০ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ওডিন কার্স্টেন। মার্সিয়া লেটসোয়ালো ৩ উইকেট নেন ১৩ রানে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট করতে নেমে লিজেলি ১৯ বলে ৭টি চার মেরে ফিরে আসেন ৩৭ রান ঝুলিতে পুরে। অ্যান্ড্রি স্টেইন করেন ৯ রান। মিগনন দু প্রিজ ৯ ও ক্লোয়ি ট্রায়ন ১৩ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের অধিনায়ক রুমানা আহমেদ ও সালমা খাতুন একটি করে উইকেট নেন।
আগামী ৭ থেকে ২১ ফেব্রুয়ারি কলম্বোয় চারটি ভেন্যুতে হবে ২০১৭ বিশ্বকাপের বাছাই পর্ব। ‘বি’ গ্রুপে বাংলাদেশের চার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ