পাকিস্তান সুপার লিগ-পিএসএলে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল। তামিম ইকবাল এবার পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলছেন। আজ মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ইনিংসের ওপেন করতে নেমে তিনি ঝড়ো গতিতে একটি অর্ধশতক তুলে নেন।
বৃষ্টির কারণে নির্ধারিত ২০ ওভারের ম্যাচ নেমে আসে ১৬ ওভারে। তামিমের ব্যাটে ভর করে নির্ধারিত ১৬ ওভারে ৩ উইকেটে হারিয়ে ১১৭ রান করে পেশোয়ার। তামিম ইকবাল ৪৬ বলে ৪ ছক্কা ও ৪ চারের সাহায্যে ৬২ রান করে অপরাজিত থাকেন।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০