ভারতীয় ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আর নতুন বেতন কাঠামোতে মাহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিদের সমপর্যায়ে বেতন পেতে যাচ্ছেন চেতেশ্বর পূজারা, মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহা। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন এ তিন ক্রিকেটার। এছাড়া টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচ ফিও বাড়ানো হয়েছে নতুন চুক্তিতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি করা পূজারা, সেঞ্চুরিয়ান ঋদ্ধিমান সাহা ও ওপেনার মুরালি বিজয় যেন পুরস্কার হিসেবেই এ ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত হলেন। এর আগে গতবছর চেতেশ্বর পূজারা ও মুরালী বিজয় ছিলেন গ্রেড ‘বি’তে।
অন্যদিকে সব বিভাগেই ক্রিকেটারদের বার্ষিক বেতনও বৃদ্ধি করেছে বিসিসিআই। নতুন কাঠামোতে গ্রেড ‘এ’ ক্রিকেটাররা পাবেন বছরে দু’কোটি রুপি। গ্রেড ‘বি-এর ক্রিকেটাররা পাবেন এক কোটি এবং গ্রেড ‘সি’র ক্রিকেটাররা পাবেন ৫০ লাখ করে। যা গতবারের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। এছাড়া ওপেনার শিখর ধাওয়ান নেমে গেছেন গ্রেড ‘সি’তে। টানা বাজে ফর্মের কারণেই এই হাল তার। গ্রেড ‘বি’তে থাকছেন যুবরাজ সিং ও ‘সি’তে আশিষ নেহরা। এই তালিকায় নেই সুরেশ রায়না।
সূত্র: এনডিটিভি