কয়েক সপ্তাহ ধরেই গুজব শোনা যাচ্ছিল মা হতে যাচ্ছেন মার্কিন নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ২৩টি গ্রান্ড স্ল্যাম জয়ী এ তারকা সম্প্রতি স্ন্যাপ চ্যাটে একটি ছবি পোস্ট করে লিখেন, '২০ সপ্তাহ' আর এতেই গুজব ওঠে মা হতে চলেছেন তিনি। যদিও পরে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন তিনি।
তবে সেরেনার একজন প্রতিনিধি গণমাধ্যমের কাছে এবার তার মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। যে আসছে শরতেই নতুন অতিথির আলোয় আলোকিত হবে তার ঘর।
উল্লেখ্য, ৩৫ বছর বয়সী সেরেনার সঙ্গে গত ডিসেম্বরে বাগদান হয়েছে রেডিটের সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানের। আর গর্ভবতী হওয়ার কারণে সামনের অন্তত তিনটি টুর্নামেন্টে তার খেলা হবে না। এগুলো হলো ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ই জাহান