ইংল্যান্ড সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আগামী জুলাইয়ে আবারও ক্রিকেট ময়দানে ফেরার লক্ষ্য স্থির করেছেন দক্ষিণ আফ্রিকার পেস তারকা ডেল স্টেইন। ডান-কাঁধের ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তবে জুনের মধ্যেই পুরোপুরি ফিট হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্টেইন, ‘আশা করছি, আগামী জুনেই মাঠে ফিরতে পারবো। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফর করবো। সেটিই হবে আমার আসল ফিটনেস পরীক্ষা। ওই সফরে ভালোভাবে উৎরে যেতে পারলে, জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার ইচ্ছা রয়েছে আমার।’
গেল নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে কাঁধের ইনজুরিতে পড়েন স্টেইন। এরপর কাঁধে অস্ত্রোপচারও করান তিনি। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছিলেন, ‘পুরোপুরি সুস্থ হতে ছয় মাস লাগবে স্টেইনের।’ তাই আগামী জুনে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফর করবেন স্টেইন। ওই সফরে তিনটি সীমিত ওভারের ম্যাচ ও একটি চারদিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ‘এ’। সফরের এই ম্যাচগুলো ভালো পারফরমেন্স করতে পারলেই, জাতীয় দলে খেলার ছাড়পত্র পেয়ে যাবেন স্টেইন। ফলে জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে টেস্ট সিরিজ খেলতে পারবেন তিনি। আর ওই সিরিজ দিয়েই আবারও ২২ গজে ফেরার লক্ষ্য স্থির করেছেন স্টেইন।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম