পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার ও অধিনায়ক শাহীদ আফ্রিদির জনপ্রিয়তা সমগ্র ক্রিকেট বিশ্ব জুড়েই রয়েছে। সেই তালিকায় বাদ নেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতও। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই বুম বুম খ্যাত এই মারকুটে ব্যাটসম্যান। এজন্য টিম ইন্ডিয়ার পক্ষ থেকে শাহীদ আফ্রিদিকে বিশেষ উপহার পাঠানো হয়েছে। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও বাকি সব ক্রিকেটারের সই করা একটি জার্সি উপহার হিসেবে পাঠানো হয়েছে আফ্রিদিকে। ১৮ নম্বরের জার্সিতে বিরাট লিখেছেন, শাহীদ ভাই, তোমার বিপক্ষে খেলা সবসময়ই বিরাট আনন্দের ব্যাপার।
এক পাকিস্তানি সাংবাদিক সেই জার্সির ছবি আপলোড করেছেন। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।ভারতীয় ক্রিকেটারদের এই উপহারের প্রশংসায় পঞ্চমুখ পাক ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভারতীয় ক্রিকেটারদের খেলোয়াড়োচিত মনোভাবে নিজেদের উচ্ছ্বাসের কথা ব্যক্ত করেছেন তাঁরা।
দুই দেশের ক্রিকেটারদের একে অপরের প্রতি শ্রদ্ধা দেখে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন অনেক পাকিস্তানি ক্রিকেট অনুরাগী। সেইসঙ্গে কোহলি ও ভারতীয় ক্রিকেটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানিয়েছেন তাঁরা।
সূত্র: এবিপি আনন্দ
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/মাহবুব