ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টের আগামী মৌসুমে মিডলসেক্সের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। ফলে তারই একসময়কার সতীর্থ ড্যানিয়েল ভেট্টোরি ও ব্রেন্ডন ম্যাককালামের সাথে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। কারণ আসন্ন টি-২০ মৌসুমে মিডলসেক্সের অধিনায়কত্ব করবেন ম্যাককালাম এবং দলটির কোচের দায়িত্বে থাকবেন ভেট্টোরি।
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা সাউদি জুলাইয়ে মিডলসেক্সের হয়ে মাঠ মাতাবেন। মিডলসেক্স আশা করছে, গ্রুপ পর্বে ১৪টির মধ্যে ১৩টি ম্যাচে সাউদির সার্ভিস পাবে।
মিডলসেক্স ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক খেলোয়াড় আঙ্গুস ফ্রেজার বলেন, ‘সাউদি বিশ্বের অন্যতম সেরা বোলার। টি-২০ ক্রিকেটে সাউদির অনেক অভিজ্ঞতা। আমরা তাকে লর্ডসে স্বাগত জানাচ্ছি।’
এর আগে ২০১১ সালে এসেক্সের হয়ে কাউন্টি খেলেছেন সাউদি। ঐবার ফ্রেন্ডস লাইফ টি-২০ লিগে ২২ উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাট হাতে মারমুখী একটি হাফ-সেঞ্চুরিও করেছিলেন এই ডান-হাতি। হ্যাম্পাশায়ারের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৪ বলে ৭৪ রান করেছিলেন সাউদি।
মিডলসেক্সে যোগদান করতে পেরে খুশি সাউদি নিজেও, ‘ন্যাটওয়েস্ট টি-২০ ব্ল্যাস্টে মিডলসেক্সের হয়ে খেলতে আমি উদগ্রীব হয়ে আছি এবং দলকে সাফল্য এনে দিকে সর্বাত্মক চেষ্টা করবো। লর্ডসে খেলার জন্য আমি মুখিয়ে আছি।’
নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩৯টি-২০ ম্যাচে ৪৬ উইকেট নিয়েছেন সাউদি। এছাড়া সর্বমোট ১২৬টি টি-২০ ম্যাচে ১৩৯টি উইকেট ঝুলিতে রয়েছে ২৮ বছর বয়সী সাউদির।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম