মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে ধর্মীয় গুরুকে অবমাননার দায়ে প্রায় চার বছর আগে যে মামলা করা হয়েছিল তা থেকে মুক্তি পেয়েছেন তিনি। ভারতের সুপ্রিম কোর্ট এ মামলা থেকে তাকে খালাস দেন।
জানা যায়, ধোনি একটি বিজনেস ম্যাগাজিনের বিজ্ঞাপনের মডেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেখানে তিনি হিন্দু ধর্মালম্বীদের গুরু বিষ্ণুর ভূমিকায় অভিনয় করেন। বিজ্ঞাপনে হাতে বিভিন্ন পণ্য নিয়ে তাকে অভিনয় করতে দেখা যায়। এক পর্যায়ে তার হাতে পণ্য ছিল জুতা। আর এতে হিন্দু ধর্মালম্বীরা বেশ চটে যান। তাদের অভিযোগ ছিলো, জুতা হাতে নিয়ে ধোনি ধর্মীয় গুরুকে অবমাননা করেছেন।
তবে দেশটির সর্বোচ্চ আদালত বিষয়টি বিবেচনা করে দেখেন, ইচ্ছেকৃত বা ক্ষতি হবে এমন কিছুই করেননি ধোনি। ফলে ধর্মীয় গুরুকে অবমাননা'র মামলা থেকে ধোনিকে মুক্তি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার