স্টিভেন জেরার্ডকে আবারও দেখা যেতে পারে লিভারপুলের জার্সি গায়ে। আগামী মাসে অস্ট্রেলিয়ান পেশাদার এ-লিতের ক্লাব সিডনি এফসি ক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে লিভারপুল। সেখানেই দেখা যেতে পারে জেরার্ড, জেমি কারাগার, ড্যানিয়েল আগার ও স্টিভেন ম্যাকমানামানদের মত সাবেক তারকাদের। এমন ইঙ্গিতই পাওয়া গেল লিভারপুল বস ইয়র্গেন ক্লপের তরফ থেকে।
এ সম্পর্কে জেরার্ড বলেছেন, 'অসাধারণ একটি দলের হয়ে খেলাটা সবসময়ই আমার জন্য গৌরবের ছিল। অস্ট্রেলিয়ায় আমাদের সমর্থকরাও সবসময়ই আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। ২৪ মে এএনজেড স্টেডিয়ামে খেলাটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু।'
এদিকে, গত বছর নভেম্বরে অবসরে যাওয়া লিভারপুল লিজেন্ড জেরার্ডকে নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে নানা গুজব। ধারণা করা হচ্ছে আগামী মৌসুমে লিভারপুল অনূর্ধ্ব-১৮ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি। তার আগেই এএনজেড স্টেডিয়ামে আরেকবার লিভারপুলের জার্সি গায়ে মাঠে নামার সম্ভাবনা আছে তার।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ