গত কয়েক দিন ধরেই সেরেনা উইলিয়ামসকে নিয়ে চলছে জোর জল্পনা, যে তিনি অন্তঃসত্ত্বা। সে জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার টেনিসের এই সুপারউওম্যান জানিয়ে দিলেন, মা হতে চলেছেন তিনি। পাশাপাশি তাঁর মুখপাত্র জানিয়ে দিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এ বছরে কোর্টে নামবেন না সেরেনা। তবে চমক এখানেই শেষ নয়! মূল ঘটনা হলো, অন্তঃসত্ত্বা অবস্থায় খেলতে নেমে অস্ট্রেলীয় ওপেন জিতেছিলেন সেরেনা উইলিয়ামস।
চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মতে, এটা একটা প্রায় অকল্পনীয় ঘটনা। তাঁদের বক্তব্য অনুযায়ী, পাঁচ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকার সময় মহিলাদের শরীরে নানা পরিবর্তন আসে। যার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা মোটেই সোজা কাজ নয়। তা ছাড়া চাপ পড়ে কার্ডিওভাস্কুলার সিস্টেম-এর ওপর। এ ব্যাপারে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্কোস ক্লনিজাকিস বলেছেন, এই সময়ে অনেক মহিলাই বলে থাকেন, তাঁরা ঠিক মতো শ্বাস নিতে পারছেন না। হৃদযন্ত্রের গতিও বেড়ে যায় ওই সময়।
প্রসঙ্গত, টেনিস কিংবদন্তি যখন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন, তিনি আট সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ