স্প্যানিশ লা লিগায় গত ৮ এপ্রিল মালাগার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন নেইমার। এতে নিয়ম অনুযায়ী এক ম্যাচই নিষিদ্ধ হন বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় রেফারিকে বিদ্রুপ করায় শাস্তি বেড়ে যায়। মোট তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় নেইমারকে।
এদিকে, নেইমারের তিন ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে আপিল করেছিল বার্সেলোনা। কিন্তু বৃহস্পতিবার তাদের আবেদন প্রত্যাখ্যান করেছে আপিল কমিটি। শেষ চেষ্টা হিসেবে স্প্যানিশ ফেডারেশনের ক্রীড়া আদালতে যাচ্ছে কাতালানরা। জানা যায়, শুক্রবারই সেখানে যাওয়ার কথা স্প্যানিশ জায়ান্টদের।
উল্লেখ্য, এই আপিলে জিতে গেলে এবং নিষেধাজ্ঞা এক ম্যাচে নেমে গেলে রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’তে দেখা যাবে নেইমারকে। অন্যদিকে এই আপিলেও হেরে গেলে রিয়াল মাদ্রিদ ও ওসাসুনার বিপক্ষে লিগ ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনার এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
সূত্র: স্কাই স্পোর্টস
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ