ভারতের ক্রিকেট ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে শচীন টেন্ডুলকারের নাম। কিন্তু তিনি শচীন টেন্ডুলকার হলেও তার ক্ষেত্রে কোন ছাড় নেই। তার বায়োপিকের জন্যও একই শর্ত প্রযোয্য। ফুটেজ ব্যবহার করলেও বোর্ডকে টাকা দিতে হবে।
আগামী ২৬ মে মুক্তি পাচ্ছে শচীনের বায়োপিক 'শচীন: আ বিলিয়ন ড্রিমস'। সেখানে শচীনের জীবনের অনেক অজানা দিক যেমন আছে, তেমনই ভারতের হয়ে খেলা শচীনের কিছু ইনিংসের ফুটেজও আছে। নিয়ম অনুযায়ী, ভারতীয় ক্রিকেটের কোনও ফুটেজ বাণিজ্যিকভাবে ব্যবহার করতে হলে বোর্ডকে আলাদা চার্জ দিতে হয়। কোন ক্ষেত্রে কত টাকা দিতে হবে, তার একটা রেটকার্ডও আছে। ধোনির বায়োপিকের সময় প্রযোজক অরুণ পান্ডে সেই টাকা দিয়েছিলেন।
বিসিসিআই-এর বোর্ডের এক কর্মকর্তার দাবি, ‘"এটা তো বাণিজ্যিক ছবিতে ব্যবহার করা হবে। ছবিটা অনেক টাকার বাণিজ্যও করবে। তাহলে আমাদের টাকা দেবে না কেন? তাছাড়া শচীনের জন্য ছাড় দিলে অন্যদের জন্যও ছাড় দেওয়ার দাবি উঠবে।"
এদিকে প্রযোজকের দাবি করে বলেছেন, "ওয়াংখেড়েতে শচীনের বিদায়ী বক্তৃতার একটা ফুটেজ থাকবে প্রায় চার মিনিটের। সেটা বোর্ড থেকে অনুমতি নেওয়া হয়েছে। বাকি বিষয়টা নিয়ে আলোচনা হতেই পারে।"
বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১