শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনকে ক্রিকেটের সর্বোচ্চ সম্মাননা দিতে যাচ্ছে আইসিসি। শ্রীলঙ্কার হয়ে অনেক কীর্তি গড়ার কারিগর এ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ছয় বছর পর আরেকটি কীর্তি গড়তে যাচ্ছেন তিনি। শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে তিনি জায়গা পেতে যাচ্ছেন আইসিসির হল অব ফেমে।
আর আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী জুনে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলার সময়। শ্রীলঙ্কান ক্রিকেটের স্বর্ণযুগের সাক্ষী মুরালিধরনের ক্যারিয়ার ঈর্ষণীয় সাফল্যে উজ্জ্বল। ১৯৯৬ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা মুরালি টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ উইকেটশিকারী।
এর আগে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারও দুর্দান্ত রেকর্ডের জন্য ইমরান খান, সুনীল গাভাস্কার, কপিল দেব, স্টিভওয়াহ, ভিভ রিচার্ড ও কোর্টনি ওয়ালসের মতো তারকারা এ সম্মাননা পেয়েছেন।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ ই জাহান