যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টাইম ম্যাগাজিনর সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা পেয়েছেন ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার। মাত্র ২৫ বছর বয়সেই তিনি প্রভাবশালী ব্যক্তিত্বের খেতাবটি পেয়ে গেলেন। তার এ অর্জনের পর অনেকে বলছেন বর্তমান ফুটবলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো তার পেছনে পড়ে যাবেন।
একমাত্র ফুটবলার হিসেবে এবছর এ ম্যাগাজিনের প্রভাবশালীদের কাতারে জায়গা করে নিয়েছেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বার্ষিক এ তালিকায় অন্য ক্রীড়াবিদরা হলেন কনর ম্যাকগ্রেগর, টম ব্রাডি, লেবরন জেমস ও সিমন বিলস। বার্সেলোনার এ তারকা তালিকার ‘আইকন’ বিভাগে নাম লিখিয়েছেন।
২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। পাঁচবারের বর্ষসেরা লিওনেল মেসির পাশাপাশি নাম কুড়িয়েছেন তিনিও। চার বছর পার হতেই এবার ক্লাব সতীর্থ ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের রোনালদোর সঙ্গে ‘নীরব’ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তার।
সূত্র: গোল ডটকম
বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ ই জাহান