বিশ্ব সেরা অলরাউন্ডার তিনি, ক্রিকেটের তিন ফরম্যাটেই তার এ অবস্থান। অথচ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পাঁচ ম্যাচ পর একাদশে জায়গা পেলেন এ ক্রিকেটার। আজ ষষ্ঠ ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেনে গুজরাট লায়ন্সের বিপক্ষে লিন ডি গ্র্যান্ডহোমের জায়গায় তাকে দলে ভিড়িয়েছে কেকেআর।
অন্যদিকে টস জিতে এই ম্যাচে ফিল্ডিং নিয়েছে গুজরাট লায়ন্স। ফলে শুরুতে ব্যাট করতে নেমেছে নামবে সাকিবের দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও উইকেট না হারিয়ে ৪ ওভারে ৪৭ রান করেছে নাইট রাইডার্স।
কেকেআর একাদশ: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটকিপার), মনিষ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, ক্রিস ওকস, কোল্টার নাইল, সুনিল নারাইন, উমেশ যাদব, কুলদিপ যাদব
বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ ই জাহান