স্পেশাল ফেয়ারওয়েল গিফটের জন্য টিম বিরাট ও তার দলকে বিশেষ ধন্যবাদ জানালেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। ফেয়ারওয়েল গিফটের প্রাপ্তি স্বীকারের পাশাপাশি শুক্রবার টুইটারে বিরাটদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানো সাবেক এই পাকিস্তানি অধিনায়ককে বিশেষ বিদায়ী উপহার পাঠায় টিম কোহলি। উপহার হিসেবে ভারতীয় খেলোয়াড়দের সই করা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলির জার্সি পাঠানো হয় ফ্ল্যামবয়েন্ট পাক ক্রিকেটারকে।
সেই জার্সিতে বিরাট লিখেছেন, ‘শাহিদ ভাই, অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে খেলাটা অতন্ত সৌভাগ্যের।’ বিরাট ছাড়াও জার্সিতে সই রয়েছে আশিস নেহেরা, সুরেশ রায়না, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পাণ্ডিয়া ও আরও অনেকে।
চলতি বছর ফেব্রুয়ারিত আন্তর্জাতিক টি-২০কে বিদায় জানানোর পরই ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি পরে আফ্রিদির। এর আগেই টেস্ট ও ওয়ান ডে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন ৩৭ বছরের এই পাকিস্তানি অলরাউন্ডার।
বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮