মুক্তার আলীর নৈপুণ্যে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে মোহাম্মদ আশরাফুলের কলাবাগান ক্রীড়াচক্র।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে কলাবাগান স্কোরবোর্ডে তুলেছিল ২৫৯ রান। জবাবে ২৪৯ রান তুলতেই ইনিংস থামে ভিক্টোরিয়ার।
কলাবাগানের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচটি জমিয়ে তুলেছিলেন শফিউল হায়াত ও মইনুল ইসলাম। দু’জনই পেয়েছেন ফিফটির দেখা। শফিউল হায়াত ৮১ বলে ৬৪ ও মইনুল ৫৭ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। তারপরও শেষ রক্ষা হয়নি ভিক্টোরিয়ার। পাশাপাশি নাসিরুদ্দিন ফারুক করেন ৫৮ রান।কলাবাগানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন, আবুল হাসান, মুক্তার আলী ও হ্যামিল্টন মাসাকাদজা।
এর আগে কলাবাগানের ২৫৯ রানে বড় অবদান ছিল মেহেরাব হোসেন জুনিয়র, তুষার ইমরান ও মুক্তার আলীর। তিনজনই ফিফটি করেছেন। মেহেরাব ১০৮ বলে ৬৩, তুষার ৮৬ বলে ৫৬ ও মুক্তার ২৭ বলে করেন ৫২ রান। পাশপাশাশি তাসামুল হক ৪৪ ও আশরাফুল ১০ রান করেন। ভিক্টোরিয়ার পক্ষে ৪৬ রানে দুই উইকেট নিয়েছেন মনির হোসেন
বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ ই জাহান