কলকাতার ইডেন গার্ডেনে সফরকারী গুজরাট লায়ন্সকে ১৮৮ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্স।
এর আগে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান গুজরাট অধিনায়ক সুরেশ রায়না। ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান নতুন ওপেনার হয়ে ওঠা ওয়েস্টইন্ডিজ তারকা সুনীল নারিন। মাত্র ১৭ বল খেলে ৯ চার ও এক ছক্কায় ৪২ রান করেন নারিন।
তবে কলকাতার হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন হার্ড হিটার ব্যাটসম্যান রবিন উথাপ্পা। অধিনায়ক গৌতম গম্ভীর করেন ৩৩ রান। অার দীর্ঘ পাঁচ ম্যাচ পর কলকাতার একাদশে জায়গা পেলেও মাত্র এক বল খেলার সুযোগ পেয়েছে সাকিব আল হাসান। করেছেন এক রান। গুজরাটের হয়ে একটি করে উইকেট নেন বাসিল থাম্পি, জেমস ফকনার সুরেশ রায়না ও প্রবীণ কুমারা।
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ ই জাহান