আইসিসি-র ‘হল অফ ফেম’-এ জায়গা পেয়েছেন মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মান পাচ্ছেন কিংবদন্তি অফ-স্পিনার। জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি চলকালীন মুরালিকে এই সম্মান জানানো হবে।
শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে এ খবর জানানো হয়।
মুরালির সঙ্গে এই সম্মান জানানো হবে প্রয়াত অজি ব্যাটসম্যান আর্থার মরিস এবং প্রয়াত ইংল্যান্ড ফাস্ট বোলার জর্জ লোহম্যানকে। একই সঙ্গে ‘হল অফ ফেম’-এ সম্মানিত হচ্ছে অস্ট্রেলিয়া মহিলা দলের সাবেক অধিনায়ক কারেন রোল্টন। আর্থার মরিস এবং জর্জ লোহম্যানের পরিবারের সদস্যের হাতে স্মারক টুপি তুলে দেওয়া হবে।
আইসিসি-র চিফ একজিকিউটিভ ডেভিড রিচার্ডসন বলেন, ‘মহান প্লেয়ারদের হল অফ ফেম’-এর সম্মান জানানো হয়। আধুনিক ক্রিকেটের অন্যতম মহান ক্রিকেটার মুরালিধরন। যার হাত ধরে শ্রীলঙ্কার ক্রিকেটে প্রভূত উন্নতি হয়। টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে সমান দক্ষতায় বল করেছে মুরালি।’ ২০১১ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানান শ্রীলঙ্কার কিংবদন্তি অফ-স্পিনার। টেস্টে ৮০০ এবং ওয়ান ডে-তে ৫৩৪টি উইকেটের মালিক মুরালির হাত ধরে বিশ্বক্রিকেট সাফল্য পায় শ্রীলঙ্কা।