বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে অংশগ্রহণকারী সাত দলের সাত প্রধান কোচের মধ্যে পাঁচজনই বাংলাদেশি। বিদেশি কেবল দুইজন। গত আসরেও ছিলেন দুজন বিদেশি কোচ।তারা হলেন ডেভ হোয়াইটমোর ও স্টুয়ার্ট ল।
এবারের আসরের দুই বিদেশি কোচ হলেন টম মুডি ও মাহেলা জয়াবর্ধনে। মুডিকে দলের কোচ হিসেবে নিয়েছে এবারের আসরের অন্যতম আলোচিত দল রংপুর রাইডার্স। জয়াবর্ধনেকে কোচ করেছে খুলনা টাইটান্স।
দেশি কোচদের মধ্যে ঢাকা ডায়নামাইটসে রয়েছেন খালেদ মাহমুদ সুজন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মোহাম্মদ সালাউদ্দিন, চিটাগাং ভাইকিংসে নুরুল আবেদিন, সিলেট সিক্সার্সে জাফরুল এহসান এবং রাজশাহী কিংসে সারোয়ার ইমরান।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৭/ফারজানা