ফিক্সিং অত্যন্ত নিন্দনীয় কাজ হলেও এ পাপে বার বার কলুষিত হয়েছে ক্রিকেট। এর আগে বেশ কয়েক বার ক্রিকেটার, অধিনায়ক, কোচ, টিম ম্যানেজম্যান্টের নাম জড়িয়েছে ফিক্সিং বিতর্কে। কিন্তু এবার সামনে এল উইকেট তথা পিচ নিয়ে ফিক্সিংয়ের বিষয়টি। ঘটনাটি ঘটেছে ভারতে। অার এনিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে পুনেতে মাহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ কিউরেটর পান্ডুরাং সালগাওনকার বাজিকরদের কাছে উইকেটের ধরণ বর্ণনা করেছেন।
বাজিকররা অবশ্য আর কেউ নয়, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডয়া টুডে’র একদল কর্মী ছদ্দবেশে এ কাজ করেছেন। যার নাম দেওয়া হয় ‘স্টিং অপারেশন’। তবে বাজিকরদের কাছে উইকেট ‘বিক্রি’ করতে গিয়ে ধরা খেয়েছেন সালগাওনকার। সংবাদমাধ্যমটির ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, বাজিকরদের ইচ্ছামতো উইকেট বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই অবশ্য বুধবার ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচের আগেই পান্ডুরাংকে বহিষ্কার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পুনে পিচ নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে। গত ফেব্রুয়ারিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টে ঘূর্ণি পিচ করে তা আইসিসির নজরে আসে।
এ ঘটনার পর অবশ্য ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে নিয়ে শঙ্কা জাগে। তবে বাংলাদেশ সময় দুপুর দুইটায় ঠিকই ম্যাচটি মাঠে গড়িয়েছে।
বিডি প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৭/ ই জাহান