দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে জয়ের ধারা অব্যহত রেখেছে লাল-সবুজের দলটি। ঘরের মাঠে এই সিরিজে এ নিয়ে তৃতীয় ম্যাচে জয় পেয়েছে তারা। বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকরা জিতেছে চার উইকেটে।
বৃষ্টির কারণে ম্যাচটি ২০ ওভারে নামিয়ে আনা হয়। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ১৭০ রান করে। আইরিশদের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির। ৫১ বলে ৮৩ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
জবাবে ব্যাট হাতে প্রথমেই হোঁচট খায় বাংলাদেশ। শুরুতেই ওপেনার এনামুল হকের (৫) উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। পরে আল আমিন জুনিয়র ও নাজমুল হোসেন শান্ত দলের হাল ধরেন। আল আমিন ৬৭ ও নাজমুল ৪৭ রান করেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে এই পাঁচ ম্যাচের সিরিজে ৩-০তে এগিয়ে আছে বাংলাদেশ। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। অন্য ম্যাচটি হওয়ার কথা বৃহস্পতিবার।
বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ