আমেরিকার দেওয়া জঙ্গিদের তালিকায় ভারতের 'মুম্বাই হামলার মূলচক্রী' হাফিজ সাঈদের নাম নেই বলে দাবি করেছে পাকিস্তান।
বুধবার পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের অধিবেশনে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী খোয়াজা আসিফ। তিনি বলেন, ইসলামাবাদের কাছে ৭৫ জন জঙ্গির তালিকা দিয়েছে মার্কিন প্রশাসন। তবে ওই তালিকায় নাম নেই জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদের।
অথচ বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ায় মার্কিন ‘মোস্ট ওয়ান্টেড’ লিস্টে লস্কর প্রধান সাঈদের নাম রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন। এতে বলা হয়, ২০০৪ সালেই জামাত-উদ-দাওয়াকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করে ওয়াশিংটন। একই সঙ্গে তার মাথার দাম ১০ মিলিয়ন মার্কিন ডলার ধার্য করে। এমনই পরিস্থিতিতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি নিয়ে তৈরি হয়েছে রহস্য। চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির দরবারেও।
সিনেট অধিবেশনে খোয়াজা আসিফ আরও জানান, পাকিস্তানের পক্ষ থেকে আমেরিকার হাতে ১০০ মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকাও তুলে দেওয়া হয়। গত মঙ্গলবার ইসলামাবাদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের হাতে ওই তালিকা তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শুধু তাই নয়, মার্কিন তালিকায় কোনও পাকিস্তানি জঙ্গির নাম নেই বলেও জানান আসিফ। ওই তালিকার শীর্ষে রয়েছে ‘হাক্কানি নেটওয়ার্ক’ জঙ্গিগোষ্ঠীর নাম।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৭/মাহবুব