একজন খেলেন ক্রিকেট। অন্যজন ফুটবল। কিন্তু খেলার জগতে মেসির সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলির তো কোনও লড়াই নেই। তারপরেও মেসিকে টপকে গেলেন বিরাট।
মাঠ কিংবা বাইশ গজে কোহলির আক্রমণাত্মক মানসিকতা তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। ফোবর্স পত্রিকা একটি তালিকা তৈরি করেছে। যেখানে ব্র্যান্ড ভ্যালুর বিচারে বার্সেলোনা তারকাকে টপকে গেছেন বিরাট। প্রথম দশজনের তালিকায় সাতে রয়েছেন বিরাট। নয়ে মেসি।
সেই তালিকায় বিরাটের ঠিক ওপরে আছেন টাইগার উডস। রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন চারে। অবসর নিলেও জনপ্রিয়তা কমেনি বোল্টের। তিনি রয়েছেন তিন নম্বরে। শীর্ষে রয়েছেন টেনিস তারকা রজার ফেডেরার।
ফোবর্স পত্রিকা তারকা প্লেয়ারদের ব্র্যান্ড ভ্যালুর বিচার করেছে আয়ের হিসাবের উপর ভিত্তি করে। যেখানে মেসিকে টপকে গেছেন বিরাট। কারণ, শুধু তো ক্রিকেট খেলা নয়, একের পর এক বিজ্ঞাপন থেকেও বিপুল পরিমাণ আয় করেন ভারতের এই তারকা ক্রিকেটার।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর