সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল আইরিশদের ৭৬ রানের ব্যবধানে হারিয়েছে। ফলে, ৪-০'তে সিরিজ নিজেদের করেই রাখলো টাইগাররা।
এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেওয়া বাংলাদেশ ‘এ’ দল পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সফরকারীরা ৪৩.৪ ওভারে ২১০ রান তুলেই গুটিয়ে যায়।
কক্সবাজারে বৃহস্পতিবার ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় ১৩ রান করে সাজঘরে ফিরে যান। তবে আরেক ওপেনার সাদমান ইসলাম খেলেন ৬৮ রানের দারুণ এক ইনিংস। টাইগারপদের পক্ষে ইয়াসির আলির ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ১০২ রান।
২৮৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের কাছে আইরিশরা অসহায় ছিল। এরপরও ওপেনার টেকটর ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করেন। চার নম্বরে নামা অ্যান্ডারসনের ব্যাট থেকে আসে ৪৫ রান। গেটকাটে করেন ১৮ রান। ম্যাকার্থি খেলেন ২৭ রানের ইনিংস।
বাংলাদেশের পেসার আবু হায়দার রনি তিনটি, ইমরান আলি দুটি, সাঞ্জামুল ইসলাম দুটি, তানভীর হায়দার একটি আর মেহেদি হাসান একটি করে উইকেট পান।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর