ক্রিকেট দুনিয়ায় এক বিখ্যাত ব্যক্তিত্বকে এবার মদের দোকান থেকে টাকা চুরির অপরাধে আদালতে যেতে হলো। সম্প্রতি আদালতে নিজের দোষ স্বীকার করেছেন হেয়ার। আর অস্ট্রেলিয়ার আম্পায়ার ড্যারেল হেয়ার তার এই নিন্দনীয় কাজটি করার পরে নিজেই এখন অনুতপ্ত।
জানা গেছে, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ এপ্রিলের মধ্যে ৯,০০৫.৭৫ অস্ট্রেলিয়ান ডলার চুরি করেন তিনি। সিসিটিভি ফুটেজে এই চুরি ধরা পড়ায় বরখাস্ত করা হয় হেয়ারকে। পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়।
ড্যারেল হেয়ার জানিয়েছেন, জুয়ায় বেশ কিছু টাকা খুইয়েছিলেন। সেই কারণেই দোকান থেকে টাকা চুরি করেন। ওই দোকানের মালিককে টাকা ফেরত দিয়েছেন হেয়ার। এই কারণে আদালত তার কারাদণ্ডের বদলে ১৮ মাস ভাল আচরণের শর্তে জামিন মঞ্জুর করেছে।
প্রসঙ্গত, মাঠে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন ড্যারেল। ১৯৯৫ সালে শ্রীলঙ্কান ক্রিকেটার মুথাইয়া মুরলিধরনের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগে একাধিকবার নো বল ডেকেছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে বল ছোড়ার জন্য ৫ রান জরিমানা করেন। এমন বিভিন্ন কীর্তি করেই শিরোনামে এসেছেন ড্যারেল। তবে তার এ বারের কীর্তি যেন সবকিছুকে ছাপিয়ে গেল।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর