দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে প্রোটিয়ারা। আর শুরুতেই হাশিম আমলাকে ফিরিয়েছেন বাংলাদেশের তরুণ স্পিনার মেহেদি হাসান মিরাজ।
মিরাজের বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন আমলা (৩)। দলীয় ১৮ রানে প্রথম উইকেটের পতন ঘটল স্বাগতিকদের।
ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় মেয়াদে বাংলদেশকে আজ টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে চোটে আক্রান্ত ফাফ ডু-প্লেসিসের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে জেপি ডুমিনি।
অধিনায়ক সাকিব নিজেই আজ বোলিংয়ের শুরু করেছেন। এই ম্যাচে সব মিলিয়ে চারজন পেসার খেলাচ্ছে বাংলাদেশ। রুবেল, তাসকিনের সঙ্গী হয়েছেন শফিউল এবং সাইফউদ্দিন। পাশাপাশি সাকিবের সঙ্গী হিসেবে আছেন তরুণ ঘূর্ণি তারকা মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদ উল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ।
বিডিপ্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৭/ ই জাহান