টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল প্রোটিয়া ব্যাটসম্যানরা। আর বাংলাদেশের দুই প্রান্তে আক্রমণে ছিলেন দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওভারে মিরাজ আসলে খানিকটা রাশ টেনে ধরেন প্রোটিয়াদের। আর এই ওভারের শেষ বলেই আমলাকে বোল্ড করে ফেরান সাজঘরে।
এরপর অবশ্য ডি ভিলিয়ার্স নামলে ঝড়ো গতিতে রান তুলতে থাকে প্রোটিয়ারা। ডি কক ও ডি ভিলিয়ার্স মিলে গড়েন ৭৯ রানের জুটি। আর এই জুটিতেই ১০ ওভারে আসে ৯৭ রান। তবে দশম ওভারে ফের আঘাত হানেন স্পিনার মিরাজ। উঠিয়ে মারতে গিয়ে ৪৯ রানে বিদায় নেন ডি ভিলিয়ার্স।
এরপর ডি কক করেন হাফসেঞ্চুরি। সাকিবের ওভারে ছক্কা মেরে পূরণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। আর এই ওভারেই মারতে গিয়ে বাউন্ডারির কাছে ইমরুলের হাতে তালুবন্দী হন জেপি দুমিনি। দ্বিতীয় প্রচেষ্টায় দুর্দান্ত ক্যাচ লুফে নেন ইমরুল। দুমিনি ফেরেন ১৩ রানে।
শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে সাউথ আফ্রিকার সংগ্রহ ১৯৫ রান।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/আরাফাত