সামনে ১৯৬ রানের পাহাড়। আর পাহাড়সম রানের চাপ মাথায় নিয়ে ঝড়ো ব্যাটিং ইমরুল ও সৌম্য সরকার। ইমরুল কায়েস ও সৌম্য সরকারের ওপেনিং জুটি থেকেই চলে আসে ৩৩ রান। পরের ওভারে ইমরুল কায়েস ফেরেন। এরপর টাইগার শিবিরে ছন্দপতন দেখা দেয়। একে একে ফিরেন সাকিব, সৌম্য, মুশফিক, মাহমুদুল্লাহ ও সাব্বির। ১০১ রানে নেই পাঁচ উইকেট।
সবাইকে অবাক করে বহুদিন পর তিন নম্বরে ব্যাট করতে নেমে যান অধিনায়ক সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করেছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/আরাফাত