দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও ওয়ানডের পর এবার টি-২০তে পরাজয়ের হতাশায় ডুবল বাংলাদেশ। প্রথম টি-২০তে ছন্দে থাকা সৌম্য সরকারের আউটের পরই ছন্দপতন ঘটে টাইগার শিবিরে। ১৯৬ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে সৌম্য বাংলাদেশকে চমৎকার শুরু এনে দেন। ইমরুল কায়েস অন্য প্রান্তে সহায়তা দিচ্ছিলেন। ৩.৫ ওভারে ৪৩ রান তুলে প্রথম উইকেট পড়লো টাইগারদের। ইমরুল ১০ রানে আউট। অবাক করে তিন নম্বরে এলেন অধিনায়ক সাকিব। তিনি আনথার্টিন ১৩ তে নেই। ৯২ থেকে ৯৮ রানের মধ্যে সৌম্য ও মুশফিককে হারিয়ে এবার বিপদ আসে বাংলাদেশের। সেই বিপদ বাড়িয়ে দেন মাহমুদউল্লাহ আউট হয়ে গেলে পরের ওভারেই। তার শিকারী ফেহলুকোয়ায়ো। বাজে শটে আউট। ১০১ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের। সেই সময়ই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
১৩ রানে ফিরেন মুশফিকুর রহীম। এরপরে আশা জাগালেও ১৯ রান করে ফিরেন সাব্বির। ১৮ রানে মিরাজ, ০ রানে তাসকিন, এবং ১ রানে ফিরেন সাইফুল। ২৭ বলে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি সাইফ উদ্দিন।
বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান। এতেই ২০ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
এর আগে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ৪ উইকেটে ১৯৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/আরাফাত