অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনালে দেখতে কলকাতায় এসেছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭.৪৫ মিনিটে ফুটবল মক্কায় এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে ইনফান্তিনোকে স্বাগত জানাতে হাজির ছিলেন এআইএফএফ ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত।
ফাইনালে দেখতে এসে ভারতীয়দের ফুটবলকে নিয়ে কথা বলেন ইনফান্তিনো। এসময় ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘ভারত এখন ফুটবলের দেশ। এদেশে ফুটবল পূজিত হয়। ভারতে আসতে পেরে আমি আপ্লুত।’
এদিকে, শুক্রবার কলকাতার ফিফার এক্সিকিউটিভ কমিটির সাথে বৈঠকের আয়োজন করা হয়েছে। ফিফার প্রসিডেন্ট ইনফানন্তিনোর সঙ্গে আলোচনায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে সেখানে। বৈঠকে থাকবেন এআইএফএফ কর্তারা। সেখানেই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পরিকল্পনা তুলে ধরবেন ভারতীয় প্রতিনিধিরা।
শনিবার ইংল্যান্ড বনাম স্পেনের ফাইনাল ম্যাচ শেষে জয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ফিফা প্রেসিডেন্ট।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ