ভারতের ক্রিকেট দলের সাবেক এবং বর্তমান অধিনায়কের সম্পর্কের রহস্য ফাস করলেন কিংবদন্তী ভিভিএস লক্ষ্মণ। তিনি সাগ জানিয়ে দিলেন, "ধোনির উপর বিরাট নির্ভরতা কোহলির"। সাবেক এই ক্রিকেটারের অভিমত, বিরাট কোহলি ধোনির থেকে অনেক কিছু শিখেছেন।
ভারতীয় দলের অধিনায়ক বিরাট আর বিরাটের অধিনায়ক ধোনিই বলেও মন্তব্য করেন লক্ষ্মণ। ভারতের সাবেক অধিনায়কের দায়িত্ববোধ প্রসঙ্গে তিনি বলেন, "নেতৃত্ব থেকে অবসরের সঙ্গেই ক্রিকেটকেও তিনি বিদায় জানাতে পারতেন, কিন্তু ধোনি সেটা করেননি। বরং, উইকেটের পিছনে থেকে নিজের দায়িত্ব পালন করছেন ধোনি। আর এই কারণেই ধোনির প্রতি বিরাট শ্রদ্ধা রয়েছে ক্যাপ্টেন কোহলির।"
ভারতের কিংবদন্তী ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ আরও বলেন, "ধোনি এবং বিরাটের সম্পর্কই দলের সম্পদ। উইকেটের পিছন থেকে ধোনি পুরো মাঠে নজর রাখেন। কোথায় কখন কেমন ফিল্ডিং সেট-আপের প্রয়োজন সেটা ধোনি দারুণ বোঝে। আর ধোনির উইকেটের পিছনে থাকার এই সুবিধাই পাচ্ছে বিরাট। দু'জনের মধ্যে যে কোনও দম্ভের দূরত্ব নেই, তার কৃতিত্ব কোহলিরই। ধোনি-কোহলি, দুজনের মধ্যেকার এই সম্পর্ক ২০১৯ বিশ্বকাপের জন্য এগিয়ে রাখবে ভারতকে",
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর