দল থেকে বাদ পড়ে ফিরে আসাটা সব সময় কঠিন। আর বিশেষ করে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর নিজের জায়গা ফিরে পাওয়াটা বর্তমানে অসাধ্য সাধন পর্যায়ে পৌঁছে গেছে। আর সেই অসাধ্যকে সাধন করবেন বলে জানিয়ে দিলেন দীনেশ কার্তিক
ভারতীয় ক্রিকেট দলের একাদশে দীনেশ কার্তিক শুধু ফিরে আসেননি, একই সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে চার নম্বরে নেমে ৯২ বলে ৬৪ রানে অপরাজিতও ছিলেন। তবে শুধু একটা ম্যাচে পারফরমেন্স করলে তো হবে না। জায়গাটা ধরে রাখতে গেলে ধারাবাহিক হতে হবে। ।
এই প্রসঙ্গে তিনি বলেন,‘আরও আরও ম্যাচে দলকে জেতাতে চাই। আর দেশকে জেতাতে হলে আমাকে আরও বাউন্ডারি মারতে হবে। আরও রান করতে হবে। ধারাবাহিক থাকতেই হবে।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর