ধামরাইয়ে বাস্তা সবুজসঙ্গের উদ্যোগে বঙ্গবন্ধু ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাস্তা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলায় অংশ নেয় ভাড়ারিয়া ইউনিয়ন একাদশ ও মাদারপুর ভ্রাতৃী মিলন সংঘ।
বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।
খেলাটি শুভ উদ্বোধন ঘোষনা করেন ধামরাই উপজেলা কৃষকলীগের সভাপতি ও চেয়ারম্যান আহম্মদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন বাস্তা গ্রামের কৃতসন্তান ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ব্যাবসায়ী ( সি. আই. পি) আহমদ আল জামান,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল গণি,ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিব,ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মানছুর রহমান,আলামিন হোসেন উজ্জল,সাইদুর ইসলাম পিয়াস,তুষার আহম্মেদ শান্ত প্রমুখ।
খেলা শুরুর ২৬ মিনিটের মাথায় ভাড়ারিয়া ইউনিয়ন একাদশের পক্ষে ১ টি গোল করেন ১০ নং জার্সি পরিহত বিদেশী খেলোয়ার কিং। খেলাটি পরিচালনা করেন বাফুফের রেফরি সজিত কোমার চন্দ্র ব্যানার্জী। খেলাটি ৩০ মিনিট করে দুই আর্দে ৬০ মিনিট খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারীত সময়ের মধ্যো খলাটি শেষ হয়। এতে ০-১ গোলে ভাড়ারিয়া ইউনিয়ন একাদশ বিজয়ী হন। বিজয়াী দলকে একটি গোল্ড কাপ মূল্য ৬০ হাজার টাকা ও রানার্স আপকে গোল্ডকাপ মূল্য ৩৫ হাজার টাকা পুরুষ্কার দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর