কিউইদের সঙ্গে সিরিজ চলাকালীনই ডিসেম্বরে বিশ্রাম চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই 'বিশ্রাম বিতর্কে' এবার ভারত অধিনায়ক বিরাট কোহলির হয়ে পাশে দাঁড়ালেন ভারতের সাবেক ব্যাটিং স্তম্ভ রাহুল দ্রাবিড়।
শ্রীলঙ্কা সফরের আগে বিরাটের ছুটির আবেদন প্রসঙ্গে রাহুল দ্রাবিড় জানান, "সবারই বিশ্রাম প্রয়োজন। বিরাট বিশ্রাম চাইলেই পাবেন। আমি কিছুতেই বুঝতে পারছি না, এই ইস্যুতে কেন এত কথাবার্তা হচ্ছে। কেনই বা এত বিতর্ক হচ্ছে," ।
একই সঙ্গে রাহুল দ্রাবিড় আরও বলেন, "টানা সিরিজ চলছে। দলে ঘুরিয়ে ফিরিয়ে সব ক্রিকেটারদের খেলানোই উচিত। টিম ম্যানেজমেন্ট সঠিক সিদ্ধান্তই নিচ্ছে।"
ভারতীয় বোর্ড বিরাটের ছুটি সংক্রান্ত বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে জানায়নি। বরং 'ব্যক্তিগত কারণে' বিরাটের ছুটির আবেদনকে প্রাথমিক ভাবে 'ঝুলিয়ে রেখে' শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে রাখা হয়েছে বিরাট কোহলিকেও।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর