এদিনসন কাভানির জোড়া গোলে নিসকে বড় ব্যবধানে হারিয়েছে নেইমারকে ছাড়া খেলতে নামা পিএসজি। মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত উনাই এমেরির দল শুক্রবার রাতে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল নিসকে ৩-০ গোলে হারিয়েছে।
চির প্রতিদ্বন্দ্বী মার্সেইয়ের বিপক্ষে গত রবিবার নেইমার লাল কার্ড পাওয়ায় তাকে ছাড়াই মাঠে নামে পিএসজি। তবে পিএসজিকে নেইমারের অভাবে ভুগতে হয়নি। বরং তৃতীয় মিনিটেই ডি-বক্সের বাঁ-দিক থেকে আনহেল দি মারিয়ার বাঁকানো ফ্রি-কিকে দুরূহ কোণ থেকে ডাইভিং হেডে বল জালে পাঠান কাভানি। ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। এ গোলেও গুরুত্বপূর্ণ অবদান দি মারিয়ার। তার উঁচু করে বাড়ানো বলে প্রথম ছোঁয়ায় এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলমুখে ছুটে গিয়ে দ্বিতীয় টোকায় বল জালে ঠেলে দেন উরুগুয়ের এই স্ট্রাইকার। এছাড়া দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে নিজেদের ভুলে তৃতীয় গোল খায় অতিথিরা। বাইলাইনের কাছ থেকে ছয় গজ বক্সে বাড়ানো কাভানির হেড কাজে লাগাতে ছুটে গিয়েছিলেন দি মারিয়া ও দানি আলভেস। কিন্তু ব্রাজিলিয়ান ডিফেন্ডার দান্তের পায়ে লেগেই বল জালে ঢুকে যায়। এতে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
১১ ম্যাচে নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৭/এনায়েত করিম