সংসদ অধিবেশন শুরু হলে ফুটবলের রেফারিং আর করবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ আইন প্রনেতা ডগলাস রোজ। এর ফলে আগামী বছর বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার স্বপ্ন ত্যাগ করলেন তিনি।
স্কটিশ কনজারভেটিভ পার্টির এই এমপি চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ পরিচালনা করতে গিয়ে হাউজ অব কমেন্সের সমাজ কল্যাণ নীতির বিষয়ে একটি ভোটাভুটিতে অংশ না নেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
ওই এমপি বলেন, তার এই সিদ্ধান্ত গ্রহণের অর্থ হচ্ছে তিনি আর অধিক সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে পারছেন না। ফলে রাশিয়া বিশ্বকাপে ম্যাচ পরিচালনার যে স্বপ্ন তিনি এতদিন লালন করে এসেছেন সেটি বাস্তবায়ন করা হচ্ছে না।
তিনি বলেন, ‘এমপি হিসেবে দায়িত্বটিই এখন তার এক নম্বর অগ্রাধিকার। তাই তিনি অনুধাবন করেছেন যে তার দ্বারা আর খেলা পরিচালনা করা সম্ভব হবে না।
এক বিবৃতিতে রোজ বলেন, ‘যারা আমাকে তাদের সমর্থন দিয়ে এমপি বানিয়েছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।’
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৭/এনায়েত করিম