আগেই জানা গিয়েছিল পর্তুগালের ফুটবল দলের অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বান্ধবী জিওর্জিনা রদ্রিগেজ সন্তানসম্ভাবা। আগামী ডিসেম্বরেই মা হতে চলেছেন তিনি। সেই সঙ্গে আরও জানা গিয়েছিল যে, এবার ‘সি আর সেভেন’ একটি কন্যাসন্তানের বাবা হতে চলেছেন।
কিন্তু সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই ৩২ বছরের পর্তুগিজ মহাতারকা জানিয়ে দিলেন মেয়ের নাম। ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করে পরে সেটি মুছে দেন রোনালদো। তবে তারমধ্যেই ফুটবল গ্রহের বিরাট একটা অংশের জানা হয়ে গেছে মেয়ের নাম কী রাখতে চলেছেন ৫ বারের ফিফা বর্ষসেরা ফুটবলার এবং ওর বান্ধবী।
মেয়ের নাম রাখা হবে অ্যালানা মার্টিনা। রোনাল্ডো তার ইনস্টাগ্রামে লিখে দিয়েছেন, ‘মেয়ের নামের প্রথম অংশ আমার রাখা। পরেরটা জিওর্জিনার।’ ইতিমধ্যেই তার ঘর আলো করে রয়েছে দুই পুত্র ও এক কন্যা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর