ফুটবল বিশ্বে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক জয় করে চলেছেন পুরস্কার। আর তারই ধারাবাহিকতায় আরও একটি পুরস্কার ঘরে তুললেন তিনি। রোনালদো ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিক্স (আইএফএফএইচএস) এর বিবেচনায় ২০১৬ সালে বিশ্বের সেরা গোলস্কোরার হয়েছেন। গত বছরে সিআর সেভেনের অসাধারণ ভাবে গোলকরার দক্ষতার জন্য তাকে পুরস্কৃত করা হয়।
পুরস্কারটির দৌঁড়ে ছিলেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আর্জেন্টাইন লিওনেল মেসি। ছিলেন উরুগুয়ের এডিনসন কাভানিও। জানা যায়, অল্পের জন্য তারা সেরা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।
এই পুরস্কারের জন্য ক্লাব রিয়াল মাদ্রিদ ও জাতীয় দল পর্তুগালের হয়ে রোনালদোর গোলগুলো বিবেচ্য হয়। এ পুরস্কারটি অবশ্য তারকা এ ফুটবলার তৃতীয়বারের মতো পেলেন।
উল্লেখ্য, ২০১৬ সালে রোনালদো ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫৭টি ম্যাচ খেলেন। যেখানে ৫৫ গোলের পাশাপাশি ১৭টি গোলে সহায়তাও করেন তিনি।
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ