পৃথিবী গোল বা উপবৃত্তাকার নয়, আমাদের গ্রহের আকৃতি নাকি চ্যাপ্টা। এমনটাই বিশ্বাস করেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।
প্রাচীন গ্রীক বিজ্ঞানীরা বিশ্বাস করতেন পৃথিবীর একটি মেঝের মতোই চ্যাপ্টা। পরে ১৫৪৩ সালে কিংবদন্তি জ্যোতির্বিজ্ঞানী কোপার্নিকাস প্রমাণ করেছিলেন পৃথিবীর আকৃতি উপবৃত্তাকার। যদিও একদল গোঁড়া দার্শনিক এই ২০১৭ সালে এসেও এখনও বিশ্বাস করেন পৃথিবীর আকার গোল নয়, চ্যাপ্টা। শুধু তাই নয়, তাঁদের রীতিমতো একটি সংগঠনও রয়েছে।
এবার ফ্লিনটফও সেই দলে নাম লিখিয়েছেন। একটি রেডিও অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘অনেক বৈজ্ঞানিক দাবিই পরবর্তীকালে মিথ্যা প্রমাণিত হয়েছে। দেখা গিয়েছে, হাজারো মানুষ যা সত্যি ভেবে এসেছেন, সেটা আসলে ভুল। পৃথিবীর আকৃতি নিয়েও এমনই এক ভুল ধারণা প্রচলিত রয়েছে।’
আগামী মাসে এই সংস্থার একটি সম্মেলন আছে। সেখানে যোগ দেবেন ফ্লিন্টফ। সেই সঙ্গে বক্তব্যও রাখবেন। ‘ফ্ল্যাট আর্থার’ নামে সেই সংগঠনের এক কর্মকর্তা জানিয়েছেন উত্তর ক্যারোলিনার সেই সম্মেলনে ফ্লিনটফ ছাড়াও দেখা যেতে পারে আরও কিছু তারকাকে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        