নিজ মাঠে আসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজে শ্রীলঙ্কান পেসার শেহান মাদুশাঙ্কার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এই ডান-হাতি পেসার। ফলে সঙ্গে সঙ্গেই তাকে মাঠ ছাড়তে হয়।
এবার দেশের মাটিতে বাংলাদেশ ও ভারতকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় নিদাহাস টি-২০ সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন মধুশাঙ্কা।
সিলেটে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের তৃতীয় ওভারের প্রথম ডেলিভারির পরই ইনজুরিতে পড়েন মধুশঙ্কা। এরপরই মাঠ ছেড়ে যান। পরবর্তীতে আর মাঠে ফিরতে পারেননি তিনি। এমনকি আসন্ন নিদাহাস ট্রফিতে তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে শ্রীলঙ্কার। ইতোমধ্যে এমআরআই করা হয়েছে মাদুশাঙ্কার। রিপোর্ট হাতে পাবার পরই বুঝা যাবে, কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
শেষ পর্যন্ত মাদুশাঙ্কা খেলতে না পারলে নিদাহাস ট্রফিতে খেলার সুযোগ পাবেন আরেক ডান-হাতি পেসার দুশমন্ত চামিরা। ফলে অন্য তিন পেসার লাহিরু কুমারা, লাহিরু গামেজ ও সুরাঙ্গা লাকমলের সাথে পেস অ্যাটাকের দায়িত্ব নিতে হবে চামিরাকে।
আগামী ৬ মার্চ থেকে বাংলাদেশ-ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে শুরু হবে নিদাহাস ট্রফি।
বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম