এবার প্রকাশ্যেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস। একটি টুইটকে কেন্দ্র করে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এই দুই ক্রিকেটার।
সম্প্রতি একটি স্পোর্টস শু-এর প্রচারে গিয়ে টুইট করেন অশ্বিন। সেই টুইটের জবাবে পাল্টা টুইট করেন গিবস। অশ্বিনের টুইটে গিবস লেখেন, ‘‘বন্ধু, এই জুতো তোমাকে আরও জোরে দৌড়তে সাহায্য করবে।’’
গিবসের এই টুইটকে সহজভাবে নেননি অশ্বিন। ভারতের এই অফস্পিনার গিবসের ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনা তুলে আনেন। পরে অবশ্য অশ্বিন সেই টুইটটি উড়িয়েও দেন।
অশ্বিন লেখেন, গিবস যতটা জোরে দৌড়নোর কথা বলছেন, তত জোরে হয়তো দৌড়তে পারবেন না তিনি। এখানেই শেষ নয়, অশ্বিন আরও লিখেছেন, গিবসের মতো ভাগ্যও তার নয়। নীতিগত দিক থেকে অশ্বিন একজন আদর্শ মানুষ। তাই ম্যাচ ফিক্সিংয়ে অশ্বিন কখনও জড়িয়ে পড়েননি।
এর পরেই গিবস টুইট করেন, ‘‘আমি মজা করেছিলাম। তুমি তো সেই রসিকতা ধরতেই পারলে না।’’ অশ্বিনও পাল্টা বলেন, তিনিও মজা করে জবাব দিয়েছেন। মানুষ কীভাবে সেই রসিকতা গ্রহণ করে, তার উপর সবকিছু নির্ভর করে।
বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ