নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিপক্ষে নাটকীয় জয়ের পর থেকেই গোটা দেশ নাগিন ড্যান্স জ্বরে ভুগতে শুরু করেছিল। সেটি এখন দেশের সীমানা পেরিয়ে পুরো বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও বাংলাদেশ দলে এই সেলিব্রেশনটা প্রথম শুরু করেন স্পিনার নাজমুল ইসলাম অপু। এরপর পুরো দলের মধ্যে তা ছড়িয়ে পড়ে।
নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জয়ের পর মুশফিকুর রহিম 'নাগিন ড্যান্স' সেলিব্রেশন করেন। এরপর এটি সারাবিশ্বেই ছড়িয়ে পড়ে।
'নাগিন ড্যান্স' সেলিব্রেশন জনপ্রিয় হওয়ার পর একটি 'বিচ্ছু ড্যান্সের' ভিডিও টুইট করেছেন ভারতীয় স্পিনার হরভজন সিং। গত ১৭ মার্চ তিনি এই ভিডিওটি টুইট করেন। টুইটারে ভিডিও আপলোড করে তিনি লিখেন, নাগিন ড্যান্সের সফলতার পর আমরা আপনাদের সামনে বিচ্ছু ড্যান্স নিয়ে এলাম। সকলে সাপ্তাহিক ছুটির দিন উপভোগ করুন।
গত শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনাল ম্যাচটি ছিল গতকাল। আর রবিবার শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে শিরোপা জয়ের কাছাকাছি গিয়েও চার উইকেটে হেরে যায় টাইগাররা।
ভিডিও দেখতে ক্লিক : https://twitter.com/harbhajan_singh/status/975010028204765184
বিডি প্রতিদিন/১৯ মার্চ ২০১৮/আরাফাত